সিরিজ বোমা হামলার প্রতিবাদে কুড়িগ্রামে আলোচনা সভা
২০০৫ সালের ১৭ আগস্ট দেশব্যাপী যে সিরিজ বোমা হামলা হয়েছিল তার প্রতিবাদে কুড়িগ্রামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে জেলা আওয়ামীলীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামীলীগের সহসভাপতি চাষী এমএ করিম।
এসময় বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আমান উদ্দিন মন্জু, সহসভাপতি শেখ বাবুল, সাইদ হাসান লোবান, যুগ্ন সম্পাদক ওবায়দুর রহমান, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, রাসেদুজ্জামান বাবু, মোস্তাফিজার রহমান সাজু, রাজু শিকদার, শ্যামল ভৌমিক, গোলাম মওদুদ সুজন, শাহানাজ বেগম নাজু, মতি শিউলি, লাভলী খানম, আতাউর রহমান বিপ্লব, যুবলীগ নেতা রুহুল আমিন দুলাল, মমিনুর রহমান মমিন, স্বেচ্ছাসেবক লীগ নেতা নুরুজ্জামান, ছাত্রলীগের নেতা রাজু আহমেদ, সাদ্দাম হোসেন প্রমুখ।
বক্তারা বলেন, ২০০৫ সালের এই দিনে দেশের ৬৩টি জেলার ৫শ স্থানে একযোগে সিরিজ বোমা হামলা করা হয়েছিল তালেবানী রাষ্ট্র কায়েমের জন্য। এদেশে যাতে আর মৌলবাদী শক্তি মাথা চারা দিতে না পারে সেজন্য সকলকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানানো হয়।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন