সিলেটে সিএনজি অটোরিক্সা চুরির ১০ মুল হোতা গ্রেফতার
বৃহত্তর সিলেট জুড়ে প্রতিনিত চুরি ও ছিনতাই হচ্ছে সিএনজি অটোরিক্সা।
ইতোমধ্যে র্যাব-৯ এ চক্রের ১০ সদস্যকে গ্রেফতার করেছে।
র্যাব সূত্রে জানা যায়, চলচিত বছরের ২১ এপ্রিল সিএনজি অটোরিক্সা চোর চক্রের প্রধান আবু তালেব ওরফে ল্যাংড়া তালেবকে গ্রেফতার করে।
এরপর মাধবপুর থেকে চক্রের অন্যতম সদস্য শমসু মিয়াকে আটক করা হয়।
তাদের দেয়া তথ্য অনুসারে শুক্রবার রাতে সিলেটের বিভিন্ন স্থানে অভিযান চালায় এবং বিছিন্ন ভাবে অটোরিক্সা চোর চক্রের ১০ সদস্যকে গ্রেফতার করে।
এদের কাছ থেকে ৬ টি চোরাই সিএনজি অটোরিক্সা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো, মানিক মিয়া (৩৭), মো. কামরুল মিয়া (২৪), শমসু মিয়া (৪৫), মো. মহিউদ্দিন (২৬), মশিউর রহমান (৪২), দ্বীন ইসলাম হৃদয় (২১), অনুকুল রায় (১৯), মো. মঈন উদ্দিন (২৮), শফিকুল ইসলাম (৩৬), সেলিম আহমেদ মুন্না (৩০)।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন