সিলেটে হঠাৎ এক তরুণ আইনজীবীর মৃত্যু
![](https://ournewsbd.net/wp-content/uploads/2022/11/IMG_20221108_170013.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
সিলেটে আদালত পাড়ায় আকস্মিক মৃত্যু হয়েছে মো.সালমান সিদ্দিকী আদনান নামের এক তরুণ আইনজীবীর।
মঙ্গলবার (৮ নভেম্বর) সকালে সিলেটের আদালত চত্বরেই তার মৃত্যু হয় বলে জানা যায়।
সালমান সিদ্দিকী আদনান সিলেটের জকিগঞ্জের আখলাছ আলীর পুত্র। তিনি সিলেট জেলা আইনজীবী সমিতির সদস্য ও নগরীর শেরুলিবাগ এলাকার বাসিন্দা।
ঘটনাস্থলে উপস্থিত আইনজীবীরা জানান, অন্যান্য দিনের মতো আজও কর্মস্থল সিলেট আদালত প্রাঙ্গণে আসেন সালমান সিদ্দিকী আদনান। সকাল সাড়ে ৯টার দিকে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে সহকর্মীরা তাকে দ্রুত পার্ক ভিউ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সিলেট জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান আদনানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন