সিলেটে হেলিকপ্টারে চড়িয়ে বিয়ে, অবশেষে বাবার শখ পুরণ

সিলেটে হেলিকপ্টারে চড়িয়ে বিয়ে করে লন্ডন প্রবাসী পুত্র অবশেষে বাবার শখ পুরণ করলেন।
রোববার (১৫ অক্টোবর) সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের গন্ধর্বপুর গ্রামের যুক্তরাজ্য প্রবাসী লতিফুর রহমানের বড় ছেলে শাহিনুর রহমান হেলিকপ্টারে চড়ে বিয়ে করতে যান হবিগঞ্জের-নবীগঞ্জ উপজেলার বাজকাশারা গ্রামের আবদুস ছবুরের মেয়ে নিশাত তাসলিমকে।
সিলেট মহানগরের একটি অভিজাত কনভেনশন হলে নব দম্পতির বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। হেলিকপ্টারে বিয়ের আয়োজন ঘিরে স্থানীয়দের মধ্যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। বিশৃঙ্খলা এড়াতে পুলিশের পক্ষ থেকে নিরাপত্তার ব্যবস্থাও করা হয়।
বরের চাচা আজমল হোসেন মিটু জানান, তিন ভাই ও দুই বোনের মধ্যে শাহিনুর সবার বড়। তারা লন্ডন প্রবাসী। তার বাবার শখ ছিল বড় ছেলের বিয়ের দিনটিকে স্মরণীয় করে রাখবেন। তাই এমন আয়োজন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন




















