স্কুল শিক্ষার্থীদের টিকার সিদ্ধান্ত শিগগিরই
![](https://ournewsbd.net/wp-content/uploads/2021/09/education-20210325124803.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
শিগগিরই স্কুলের শিক্ষার্থীদের করোনা টিকা দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত হবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। বুধবার (১ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এ বি এম খুরশীদ আলম এ তথ্য জানান।
খুরশীদ আলম জানান, আগামীকাল সরকারের উচ্চ পর্যায়ে একটি বৈঠক আছে। সেখানেই সিদ্ধান্ত হবে স্কুলের শিশুদের করোনা টিকা দেওয়া হবে কিনা।
তিনি বলেন, প্রধানমন্ত্রী চান স্কুলের শিশুদের টিকা দিতে। তবে এ বিষয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কোনো নির্দেশনা পাইনি আমরা। আমেরিকায় শিশুদের যে টিকা দেওয়া হয়েছে তা প্রটোকল অনুযায়ী দিয়েছে, সে রকম আমাদের দেশেও হতে পারে।
টিচারদের টিকা দেওয়া প্রায় শেষ। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরও টিকা দেওয়া হয়েছে বলেও জানান স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন