স্মার্টফোন-ট্যাবে ব্যবহার হবে ঘাস!
স্মার্টফোন, ট্যাব বা ল্যাপটপের ভেতরে থাকা রেয়ার আর্থ উপাদানের কারণে পরিবেশের ব্যাপক ক্ষতি হচ্ছে। এই ক্ষতি রোধ করতে একদল জার্মান বিজ্ঞানী সবুজ ঘাস ব্যবহার করে রেয়ার আর্থের বিকল্প একটি ধাতু আবিষ্কারে কাজ করছেন।
তারা এ কাজে অনেকটা সফলও হয়েছেন। কিন্তু এই গবেষণা চালানো ব্যয়বহুল। বিজ্ঞানীরা ঘাস থেকে ধাতু তৈরি করতে রেড ক্যানারি নামে এক ধরনের ঘাস ব্যবহার করছেন। এটি দিয়ে এক মূল্যবান ধাতু তৈরির চেষ্টা করছেন।
বিজ্ঞানীরা জানিয়েছেন, মাটি থেকে উদ্ভিত রেয়ার আর্থের উপাদান শোষণ করে। তাই ক্যানারি ঘাস প্রক্রিয়া করে রেয়ার আর্থ পাওয়া সম্ভব।
বিজ্ঞানীরা ২০ কেজি গাছের মধ্যে প্রায় ১ গ্রাম রেয়ার আর্থের উপাদান খুঁজে পেয়েছেন। যদিও এই প্রক্রিয়া এখনো লাভজনক নয়। তাই বিজ্ঞানীরা এই ঘাসের ফলন বাড়ানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন। বিজ্ঞানীদের আশা এই গবেষণা সফল হলে একদিন হয়তো ডিভাইসটা একটু সবুজ হতে পারে!
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন