প্রথম ডেটে বিল কে দেবেন?

প্রেমিক-প্রেমিকার কাছে প্রথম দেখা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আর প্রথম দেখা বা ফার্স্ট ডেটিংয়ের একটা অংশ হলো রেস্টুরেন্টে খাওয়া।

একটা সময় ছিল ঘোরাঘুরি বা খানাপিনার বিল পুরুষরাই দিতেন। কিন্তু সময় বদলে গেছে। মেয়েরা এখন আগের তুলনায় অনেক বেশি সামনে এগিয়ে গেছেন। ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে প্রথম দেখার নানাদিক তুলে ধরেছেন।

সাশ্রয়ী স্থানে ডেটিং : অবশ্যই মনে রাখতে হবে নিজের সাধ্যের অতিরিক্ত ব্যয় হয় যেখানে, সেখানে ডেটিং না করাই ভালো। নিজের পকেটের খরচে খাওয়া যায় এমন কোনো স্থানে যাওয়া উচিত। এক্ষেত্রে আপন ঐতিহ্যবাহী কোনো রেস্টুরেন্টে যেতে পারেন, যেখানে মজাদার খাবার পাওয়া যায় আবার দামও নাগালের মধ্যে।

বিল কে দেবেন : যিনি আমন্ত্রণকারী তিনিই খাবারের বিল দেবেন এটা স্বাভাবিক ব্যাপার। আপনি যদি আমন্ত্রণ করেন তাহলে আপনারই সবার আগে বিলের বিষয়টি মাথায় রাখতে হবে। এছাড়া ডেটিংয়ের ক্ষেত্রে নারী যদি পুরুষকে আমন্ত্রণ জানায় তাহলে তারই বিল দেওয়া উচিত।

নিয়মিত খাওয়ার ক্ষেত্রে : যেসব জুটি নিয়মিত রেস্টুরেন্টে খেয়ে থাকেন তাদের ক্ষেত্রে দু’জনেরই বিল শেয়ার করা উচিত। অর্থাৎ একজন পর পর দু’বার বিল দিলে তৃতীয়বার অপরজনের বিল দেওয়াটাই শোভনীয়।