সড়ক বাতি নেই, সন্ধ্যা নামলেই ভূতুড়ে জাবি ক্যাম্পাস
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বেশীরভাগ সড়কে নেই সড়ক বাতি। যেখানে আছে সেখানেও সব বাতি জ্বলছে না। ফলে সন্ধ্যা নামলেই অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ছে পুরো ক্যাম্পাস।
সরিজমিনে গিয়ে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের টারজান পয়েন্ট থেকে মেয়েদের হলগামী সড়ক, মেয়েদের হলের সামনের সড়ক, পদার্থ বিজ্ঞান ভবন সংলগ্ন জোবায়ের সরণী, নতুন রেজিস্ট্রার ভবন সংলগ্ন কবির সরণী,বটতলা থেকে রবীন্দ্রনাথ হল গামী সড়ক সহ বিশ^বিদ্যালয়ের গুরুত্বপূর্ণ সড়কে নেই কোন সড়কবাতি।
তাছাড়া যেসব সড়কে রয়েছে সেখানেও স্থানে ন্থানে জ¦লছে না বাতি। এর মধ্যে মুক্তমঞ্চের পিছনের সড়ক,টিএসসি থেকে রসায়ন বিভাগের সড়ক অন্যতম। এর ফলে সন্ধ্যা নামলেই এক ভুতুড়ে পরিবেশ রুপ নেয় জাবি ক্যাম্পাস। ক্যাম্পাসের নিরাপত্তা ও হুমকির মুখে পড়েছে।
জাহানারা ইমাম হলের আবাসিক শিক্ষার্থী শাহরিন ইসলাম বলেন, “মেয়েদের হলের সামনে কোন সড়ক বাতি নেই। হল গেইটের আলোতে যতটুকু দেখা যায় তাই ভরসা। সন্ধ্যাার পর হাটাঁচলা করা দায়,পায়ের উপর সাপ উঠলেও বুঝার উপায় নেই। তাছাড়া বাইরে একটা গুমোট অন্ধাকার পরিবেশ থাকে সবসময়। রাতে বের হতে হলেই একটা আতংক নিয়ে থাকতে হয়। ”
বাাংলাদেশ ছাত্র ইউনিয়ন জাবি সংসদের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম অনিক আওয়ার নিউজ বিডি’কে বলেন, “ক্যাম্পাসে বেশ কিছু জায়গায় সড়ক বাতি নেই। যেখানে আছে সেখানেও সব বাতি ঠিকঠাক জ্বলছে না । বিশ্ববিদ্যালয়ে পর্যাপ্ত সড়কবাতি নির্মাণের দাবিতে আমরা উপাচার্য বরাবর স্মারকলিপি দিয়েছি। আশা করছি বিশ্ববিদ্যালয় প্রশাসন যথাযথ ব্যবস্থা নিবেন।
নির্বাহী প্রকৌশলী (বিদ্যুত) শামসুল হক মৃধা আওয়ার নিউজ বিডি’কে বলেন, ধীরে ধীরে ক্যাম্পাসের সব সড়কে বাতি লাগানোর পরিকল্পনা রয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসনের। তবে বৃষ্টির কারণে বেশ কিছু সড়কের বাতি নষ্ট হয়ে পড়েছে। আমরা তা দ্রুত ঠিক করে দিব।”
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন