হাতীবান্ধায় দোকান চুরি ও আটককৃত লাদেনের বিচারের দাবীতে সমাবেশ
লালমনিরহাটের হাতীবান্ধায় শহীদ মুক্তিযোদ্ধা বাজারের পাইকারী কাঁচামাল ব্যবসায়ী জাহেদুল ইসলামের দোকানে দূধর্ষ চুরি ও আটককৃত চোর লুৎফর রহমান লাদেন আটকের পর ওই ব্যবসায়ীকে জীবননাশের হুমকি দেয়ায় প্রতিবাদ সমাবেশ করেছে কাঁচামাল ব্যবসায়ীগণ।
শুক্রবার সকালে শহীদ মুক্তিযোদ্ধা বাজারে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। শহীদ মুক্তিযোদ্ধা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি জাহেদুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত উক্ত সমাবেশে বক্তব্য রাখেন বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক বজলার রহমান বজু, সাবেক ছাত্রলীগ নেতা ওমর ফারুক মানিক, ইজারাদার হাবিবুর রহমান, মাছ ব্যবসায়ী নাসির উদ্দিন, মসলা ব্যবসায়ী আব্দুল মজিদ, মাংস ব্যবসায়ী দুলু মিয়া, মুক্তিযোদ্ধার সন্তান দুলাল হোসেন, কাঁচামাল ব্যবসায়ী মাহাবুবর রহমান প্রমুখ।
উল্লেখ্য, গত বুধবার রাতে মুক্তিযোদ্ধা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি ও পাইকারী কাঁচামাল ব্যবসায়ী জাহেদুল ইসলামের দোকানে চুরির ঘটনা ঘটে। ব্যবসায়ী জাহেদুল ইসলামের অভিযোগে প্রেক্ষিতে পুলিশ লুৎফর রহমান লাদেনসহ ৩ জনকে আটক করে জেল হাজতে প্রেরণ করেছে। পুলিশ লাদেনকে আটক করায় ব্যবসায়ী জাহেদুলকে সামনাসামনি জীবননাশের হুমকি দেয়ায় ফুঁসে উঠেছে স্থানীয় ব্যবসায়ীরা।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন