২৭ জনকে হত্যাকারী কে এই প্যাট্রিক
যুক্তরাষ্ট্রের টেক্সাসে চার্চে বন্দুক হামলা করে ২৭ জনকে হত্যাকারী ব্যক্তির নাম ডেভিন প্যাট্রিক ক্যালি। রোববার প্রার্থনারতদের ওপর এলোপাতাড়ি গুলি চালিয়ে তাদের হত্যা করেন ২৬ বছর বয়সী প্যাট্রিক।
সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, হামলার ঘটনায় জড়িত প্যাট্রিকের পরিচয় শনাক্ত হয়েছে। তিনি যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর সদস্য ছিলেন। ২০১০ সাল থেকে বিমানবাহিনীতে কর্মরত থাকার পর নীতিমালা ভঙ্গের দায়ে ২০১৪ সালে শেতাঙ্গ এই তরুণকে বরখাস্ত করা হয়।
পুলিশ বলছে, হামলার পরপরই প্যাট্রিক গাড়ি নিয়ে পালিয়ে যান তিনি। পরে গডেলুপ কাউন্টিতে নিজ গাড়িতেই তার মরদেহ পাওয়া যায়।
তবে প্যাট্রিক আত্মহত্যা করেছেন নাকি তাকে হত্যা করা হয়েছে তা এখনও নিশ্চিত নয়। হামলার কারণ সম্পর্কেও এখনও নিশ্চিত হতে পারেনি পুলিশ।
এদিকে এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন