২৮ অক্টোবর ঢাকায় মহাসমাবেশের ঘোষণা বিএনপির
আগামী ২৮ অক্টোবর রাজধানীতে মহাসমাবেশ করার ঘোষণা দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
ওই মহাসমাবেশ থেকে পরবর্তী চূড়ান্ত আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানান তিনি।
বুধবার বিকালে সরকার পতনের একদফা দাবি ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার দাবিতে নয়াপল্টনে আয়োজিত সমাবেশ থেকে তিনি এ ঘোষণা দেন। এর আগে বেলা ২টায় কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সমাবেশ শুরু হয়। এতে বক্তব্য রাখছেন বিএনপির সিনিয়র নেতারা।
সরকারের উদ্দেশ্য মির্জা ফখরুল বলেন, সামনে রোজার ছুটি। এর মধ্যে পদত্যাগ করে সেভ এক্সিট নিন। পদত্যাগ করুন। নিরপেক্ষ সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করুন।
তিনি আরো বলেন, আমরা ক্ষমতায় যাব সেটি বলছি না। জনগণ তাদের অধিকার প্রয়োগ করতে পারুক।
তিনি আগামী ২৮ অক্টোবর রাজধানীতে মহাসমাবেশ করার ঘোষণা দিয়ে বলেন, সরকারকে পদত্যাগ করতেই হবে। সরকার সংবিধানের কথা মুখেই বলে, অথচ তারাই সংবিধান মানে না। বর্তমানে দেশে কোন রাষ্ট্রপতি নেই। সংবিধানে রাষ্ট্রপতির অনুপস্থিতিতে অস্থায়ী রাষ্ট্রপতির কথা বলা থাকলেও তেমনটা হয়নি।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন