খালেদার ডিভিশনের আবেদন নিয়ে কারাফটকে ৪ আইনজীবী

দুর্নীতির অভিযোগে ৫ বছরের সাজাপ্রাপ্ত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ডিভিশন প্রাপ্তির আবেদন নিয়ে পুরান ঢাকার নাজিমুদ্দিন রোডের কারাগারের সামনে উপস্থিত হয়েছেন ৪ আইনজীবী। এরা হলেন- ব্যারিস্টার এহসানুর রহমান, আইনজীবী এমএম জুলফিকার আলী, মো. তাহেরুল ইসলাম এবং মাহবুবুর রহমান।

শনিবার দুপুর ২টায় খালেদা জিয়ার শারীরিক এবং সামাজিক অবস্থার কথা চিন্তা করে তাকে ডিভিশন দেয়ার আবেদন নিয়ে কারাগারের কাছে যান তারা। তবে নিরাপত্তাকর্মীরা তাদের কারা ফটকের ব্যারিকেডের ওপাশে যেতে বাধা দেন এবং কারা অধিদফতরে আবেদন জমা দেয়ার কথা বলেন।

দুপুর সোয়া দুইটা পর্যন্ত কারাগারের সামনে যাওয়ার অনুমতি না পাওয়ায় তারা আবেদনপত্র নিয়ে কারা অধিদফতরের উদ্দেশে রওনা হন।

এর আগে শুক্রবার সন্ধ্যায় খালেদার সঙ্গে কথা বলতে কারাগারে যান ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, জাকির হোসেন ভূঁইয়া ও এসএম জুলফিকার। তবে সেদিনও ২ ঘণ্টার বেশি সময় অপেক্ষা করে দেখা করার অনুমতি পাননি তারা।