দেশের সিনেমা নেই, ৪৩ হলে কলকাতার জিও পাগলা

চলতি সপ্তাহে ঢাকার কোনো সিনেমা মুক্তি পায়নি প্রেক্ষাগৃহে। সাফটা চুক্তিতে মুক্তি পেয়েছে কলকাতার ‘জিও পাগলা’। শুক্রবার (১৯ জানুয়ারি) ছবিটি দেশের ৪৩টি হলে মুক্তি পেয়েছে।

দেশীয় কোনো ছবি না থাকায় দর্শকদের এবার বিদেশি সিনেমাতেই সপ্তাহ পার করতে হচ্ছে। কোনো প্রতিযোগিতা ছাড়াই রাজত্ব করবে ‘জিও পাগলা’।

রবি কিনাগি পরিচালিত একঝাঁক তারকাদের নিয়ে নির্মিত ‘জিও পাগলা’ ছবিটি সম্প্রতি ঢাকায় সেন্সর ছাড়পত্র পায়। সাফটা চুক্তির আওতায় বাংলাদেশে ছবিটি আমদানি করেছেন বাংলাদেশের খান ব্রাদাসের কর্ণধার সাইফুল ইসলাম চৌধুরী।

‘জিও পাগলা’ ছবিতে অভিনয় করেছেন যিশু সেনগুপ্ত, সোহম চক্রবর্তী, হিরণ চ্যাটার্জি, বনি সেনগুপ্ত, শ্রাবন্তি, পায়েল সরকার, কৌশানি মুখার্জি এবং ঋত্বিকা সেন।

এ ছবির বিনিময়ে কলকাতায় মুক্তি পাচ্ছে অপূর্ব রানার পরিচালনায় সাইমন-পরীমনির ‘পুড়ে যায় মন’ ছবিটি। তবে সেখানে কবে এটি মুক্তি পাবে তা নিশ্চিত নয়।