পাপ থেকে ক্ষমা লাভের ছোট্ট আমল

আল্লাহ তাআলার গুণবাচক নামের অনেক ফজিলত ও উপকারিত রয়েছে। এ নামসমূহের আমলে চরম অপরাধীও তার অপরাধ তথা পাপ থেকে ক্ষমা লাভ করে। পাপ থেকে ক্ষমা লাভে আল্লাহ তাআলার গুণবাচক নাম (اَلْعَفُوُّ) ‘আল-আ’ফুউ’-এর আমল করা যায়।

প্রিয়নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘আল্লাহ তাআলার ৯৯টি গুণবাচক নাম আছে। যে ব্যক্তি এ গুণবাচক নামগুলোর জিকির (আমল) করবে; সে জান্নাতে যাবে।’ জান্নাত পাওয়া ঘোষণা ছাড়াও রয়েছে অনেক ফজিলত।

আল্লাহ তাআলার গুণবাচক নাম সমূহের মধ্যে (اَلْعَفُوُّ) ‘আল-আ’ফুউ’একটি। এ গুণবাচক নামের আমলে আল্লাহ তাআলা চরম অপরাধীকেও ক্ষমা করে দেন।

আল্লাহর গুণবাচক নাম (اَلْعَفُوُّ) ‘আল-আ’ফুউ’-এর জিকিরের আমল ও ফজিলত তুলে ধরা হলো-

উচ্চারণ : ‘আল-আ’ফউ’
অর্থ : ‘পাপসমূহ ক্ষমা বা মোচনকারী’

আল্লাহর ‍গুণবাচক নাম (اَلْمُنْتَقِمُ)-এর আমল

ফজিলত ও আমল

যে ব্যক্তি জীবনভর অত্যাধিক পাপ কাজে নিমজ্জিত ছিল; সে যদি আল্লাহ তাআলা এ গুণবাচক নাম (اَلْعَفُوُّ) ‘আল-আ’ফুউ’ নিয়মিত পাঠ করে; তবে আল্লাহ তাআলা ওই ব্যক্তির সব পাপ ক্ষমা করে দেবেন।

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে তাঁর প্রতিটি গুণবাচক নামের আমল করার তাওফিক দান করুন। পাপ থেকে মুক্তি লাভে এ ছোট্ট আমলটি নিয়মিত করার তাওফিক দান করুন। আমিন।