ব্রহ্মপুত্রে নৌকাডুবিতে নারীর মৃত্যু, নিখোঁজ ১

গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার ব্রহ্মপুত্র নদে নৌকাডুবিতে ময়না বেগম (২৩) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন আরও এক নারী। তার নাম রুপবান বেগম।

সোমবার (১৭ জুন) সকাল পর্যন্ত নিখোঁজ নারীর কোনো সন্ধান পাওয়া যায়নি।

এর আগে রবিবার (১৬ জুন) বিকাল পৌনে ৫টার দিকে ফুলছড়ির ফজলুপুর ইউনিয়নের ব্রহ্মপুত্র নদের উজালডাঙ্গার পূর্বপাশের এলাকায় এ নৌকাডুবির ঘটনা ঘটে।

নিহত ময়না বেগম ও নিখোঁজ রুপবান বেগম একই এলাকার বলে জানা গেছে।

ফুলছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান জিএম সেলিম পারভেজ জানান, শ্যালোইঞ্জিন চালিত একটি নৌকা ১০-১২ জন যাত্রী নিয়ে বালাসিঘাট থেকে উজালডাঙ্গা মানিককোড় চর এলাকায় যাচ্ছিল। ব্রহ্মপুত্র নদের উজালডাঙার পূর্বপাশে পৌঁছালে ঢেউয়ের ধাক্কায় হঠাৎ করে নৌকার তলা ফেটে যায়।

এতে নৌকাটি ডুবে যায়। এসময় সাঁতরে যাত্রীরা তীরে ফিরলেও ময়না বেগম নামে ওই নারীর ঘটনাস্থলেই মৃত্যু হয়।

এ ঘটনায় রুপবানু বেগম নামে অপর এক নারী নদে ডুবে নিখোঁজ হন। সোমবার সকাল পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি।