চট্টগ্রামের মিরসরাইয়ে পুকুরের পানিতে ডুবে প্রাণ গেল মাদরাসা শিক্ষার্থীর

চট্টগ্রামের মিরসরাইয়ে পুকুরের পানিতে ডুবে মো. জাকারিয়া (৭) নামের এক মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার (২৪ এপ্রিল) দুপুরে উপজেলার মঘাদিয়া ইউনিয়নের শরিয়ত পাড়া এলাকায় এই ঘটনা ঘটে। নিহত মাদারাসা শিক্ষার্থী ওই এলাকার রহিম উল্লাহ হাজী বাড়ির কৃষক মো. শিপনের ছেলে। সে স্থানীয় শরিয়ত পাড়া ফজলুল উলুম তালিমুল কোরআন মাদরাসার ২য় বিভাগের শিক্ষার্থী ছিলেন।

নিহতের চাচা কামরুল ইসলাম জানান, জাকারিয়া মাদরাসা থেকে ছুটি পেয়ে বাড়িতে এসে গোসল করতে পুকুরে নামেন। এক পর্যায়ে পুকুরে পানিতে ডুব দিলে সে পানিতে তলিয়ে যায়। প্রায় আধ ঘন্টার চেষ্টায় তাকে অর্ধ মৃত অবস্থায় পাওয়া যায়। এরপর হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

শরিয়ত পাড়া ফজলুল উলুল তালিমুল কোরআন মাদরাসার সুপার মাওলানা আতাউর রহমান বলেন, জাকারিয়া মাদরাসার টিফিনের সময় হওয়ায় বাড়িতে যায়। দুপুরে খাবার খেয়ে আবার মাদরাসায় ফেরার কথা। এর মাঝে পরিবারের অগোচরে গোসল করতে পুকুরে নামে। পরে খবর পাই সে আর নেই!

আমাদের কোমলমতি মাসুম শিশুকে আল্লাহ তার জিম্মায় নিয়ে গেলেন। আমরা হারালাম একটি শিক্ষার্থী। তার পরিবার হারালো কলিজার সন্তানকে।