আবারও শেখ হাসিনাকে ক্ষমতা আনার আহ্বান নির্বাচনী পথসভায় -মেয়র রেজা
সিরাজগঞ্জের বেলকুচিতে জননেত্রী শেখ হাসিনাকে আবারও শেখ হাসিনাকে ক্ষমতা আনার আহ্বান জানিয়ে নির্বাচনী পথসভা করা হয়েছে।
বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) বিকালে বেলকুচি উপজেলার ধুকুরিয়াবেড়া ইউনিয়নের সগুনা মিলন মার্কেটে ধুকুরিয়াবেড়া ইউপি’র সাবেক প্যানেল চেয়ারম্যান আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে ও জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি রিয়াদের সঞ্চালনায় (সিরাজগঞ্জ-৫ বেলকুচি-চৌহালী) আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশি বেলকুচি পৌর মেয়র সাজ্জাদুল হক রেজার নির্বাচনী পথসভা করা হয়।
নির্বাচনী পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বেলকুচি পৌর মেয়র সাজ্জাদুল হক রেজা। নির্বাচনী জনসভায় আরও বক্তব্য রাখেন, ধুকুরিয়াবেড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি সাইফুল ইসলাম, উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক যুগ্ন-আহ্বায়ক ফারুক সরকার, কাউন্সিলর ফজলুর রহমান ফজল, উপজেলা তাঁতী লীগের সাধারণ সম্পাদক মাসুদ রানা মুন্না, ভাঙ্গাবাড়ী ইউপি সদস্য নুরনবী শেখ, ধুকুরিয়াবেড়া ইউপি সদস্য আলী আশরাফ ফকির, বড়ধুল ইউপি সদস্য আনোয়ার হোসেন।
৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কৃষ্ণ কুমার, ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি ইসমাইল হোসেন সরদার, নাবিল হোসেনসহ সহযোগী সংগঠন ও বিভিন্ন স্থানীয় নেতৃবৃন্দ। এসময় বক্তারা বলেন, নির্বাচন গনিয়ে আসলেও বর্তমান এমপির এলাকায় কোন সভা সমাবেশ নেই।
প্রকৃত যারা আওয়ামী লীগ করেন তাদের থেকে তিনি বিচ্ছিন্ন। তাই জননেত্রী শেখ হাসিনা নিকট আহ্বান করেন জনবিচ্ছিন্ন কোন নেতাকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন না দেন। একজন পৌর মেয়র হয়েও তিনি শুধু পৌরসভা নয় পুরো সিরাজগঞ্জ-৫ আসনের জনগণের খবর রাখেন। এমন নেতাকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতিক দিলে সিরাজগঞ্জ-৫ আসন নৌকাকে বিপুল ভোটে বিজয়ী করা সহজ হবে।
জননেত্রী শেখ হাসিনা সরকার এদেশে ব্যাপক উন্নয়ন করেছেন। তিনিই আধুনিক বাংলাদেশর রুপকার। তাই স্থানীয় নেতৃবৃন্দরা আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বেলকুচি পৌর মেয়র সাজ্জাদুল হক রেজাকে মনোনয়ন দেয়ার আহ্বান জানান।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন