কলাপাড়ায় গভীর রাতে ব্যবসা প্রতিষ্ঠানে আগুন দিয়ে অর্ধলক্ষ টাকা চুরি
![](https://ournewsbd.net/wp-content/uploads/2021/09/56tyr.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
পটুয়াখালীর কলাপাড়ায় গভীর রাতে রহস্যজনকভাবে একটি ব্যবসায়ী প্রতিষ্ঠানের তিন অংশে আগুন দিয়ে অর্ধলক্ষ টাকা চুরির ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে বন্দর ব্যবসায়ীদের মাঝে। বুধবার ভোররাতে পৌর শহরের ২ নং ওয়ার্ডে নতুন বাজার এলাকার এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য চারজনকে হেফাজতে নিয়েছে পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঘনবসতীপূর্ণ ওই ব্যবসায়ী পট্রিতে হঠাৎ আগুনের সূত্রপাত ঘটে। পরে একটি ভাড়াটিয়া বাসার ব্যাচেলর সদস্যদের চিৎকার শুনে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে গেলে মুক্তা গøাস এ্যান্ড থাই এ্যালমুনিয়ামের দোকানে আগুন দেখতে পেয়ে আগুন নিভিয়ে ফেলে। পরে সেখানে দোকান মালিক আহসান উপস্থিত হলে দোকানের অভ্যন্তরে ক্যাশ ভাঙ্গা অবস্থায় দেখতে পান। এছাড়া ওই দোকান ঘরের তিন অংশে আগুন ধরিয়ে দেয়ার কাজে ব্যবহৃত কেরোসিন’র বোতল খুজে পান প্রত্যক্ষদর্শীরা।
মুক্তা গ্লাস এ্যান্ড থাই এ্যালমুনিয়াম দোকান ঘরের মালিক আহসান হাওলাদার জানান, দূর্বৃত্তরা আমার ব্যবসা প্রতিষ্ঠানের তিন অংশে কেরাসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। এসময় একটি ভাড়া বাসার ব্যাচেলর সদস্যরা আগুন দেখে ডাকচিৎকার দিলে আমার দোকানের কর্মচারিরা এসে আগুন নিয়ন্ত্রনে আনে। তবে টাকা চুরির পরে আগুন ধরিয়ে দিয়ে দুর্বৃত্তরা প্রমান লোপাট করার চেষ্টা চালিয়েছে বলে ধারণা করছেন তিনি। এদিকে আগুন ছড়িয়ে গেলে গোটা ব্যবসায়ী পট্রি পুড়ে যাওয়ার সম্ভাবনা ছিলো বলে শঙ্কা প্রকাশ করেন ব্যবসায়ীরা ।
কলাপাড়া থানার ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, আমরা ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছি। চার জনকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তবে নাটকীয় এ ঘটনায় প্রতিষ্ঠান মালিকের প্রতি আমরা সন্দিহান। কিভাবে আগুন লেগেছে এর রহস্য উদঘাটনে চেষ্টা চলছে।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন