কাবুল বিমানবন্দরের কাছে রকেট হামলা, বহু হতাহতের শঙ্কা
আবারও আফগানিস্তানের রাজধানী কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে বিস্ফোরণ ঘটেছে। বিদেশি সৈন্যদের আফগান ছাড়ার শেষ ধাপে পৌঁছানোর আগ মুহূর্তে রোববার (২৯ আগস্ট) বিমানবন্দরের কাছে প্রচণ্ড বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে খবর দিয়েছে দেশটির সংবাদমাধ্যম তোলো নিউজ।
দু’দিন আগে ১৭০ জনের প্রাণ কেড়ে নেওয়া আত্মঘাতী বোমা হামলার ক্ষত শুকাতে না শুকাতেই এই বিস্ফোরণের খবর এলো।
তোলো নিউজের খবরে বলা হয়েছে, বিকেলে শক্তিশালী এক বিস্ফোরণে কেঁপে ওঠে কাবুল।
আফগানিস্তানের সাবেক এক নিরাপত্তা কর্মকর্তা বলেছেন, ‘কাবুলের এক বাড়িতে একটি রকেট আঘাত হেনেছে।’
সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা ছবিতে দেখা যায়, বিমানবন্দরের পাশের বিস্ফোরণ স্থানের আশপাশে প্রচুর ধোঁয়া আকাশে উড়ছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা ওই এলাকায় বিস্ফোরণের তথ্য নিশ্চিত করেছেন বলে খবর দিয়েছে বিবিসি।
এর আগে শনিবার কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরে ২৪ থেকে ৩৬ ঘণ্টার মধ্যে বড় ধরনের আরেকটি সন্ত্রাসী হামলা হতে পারে বলে সতর্ক করে যুক্তরাষ্ট্র।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন