কেন এই যুদ্ধ জাহাজকে ভয় পাচ্ছে পাকিস্তান-চিন?
গত ২২বছরে এই প্রথম ভারতের মাটিতে তৈরি INS Kalavari সাবমেরিন তুলে দেওয়া হল ভারতীয় নৌসেনার হাতে৷ সূত্রের খবর, বৃহস্পতিবারই তুলে দেওয়া হয়েছে এটি৷
► কেন এই যুদ্ধ জাহাজকে ভয় পাচ্ছে পাকিস্তান-চিন? কি এই INS Kalavari?
এটি একটি ডিজেল ইলেকট্রিক অ্যাটাক সাবমেরিন৷ স্করপিন শ্রেণির৷ এই প্রথম ম্যাজাগন ডকস লিমিটেড-এর প্রোজেক্ট ৭৫-এর অধীনে ভারতেই, ফ্রান্সের DCNS প্রযুক্তিতে তৈরি করা হল এই অত্যাধুনিক সাবমেরিন৷
এটি একটি স্টিলথ সাবমেরিন এবং এটি এমনই প্রযুক্তিতে তৈরি যে শত্রুপক্ষও এই সাবমেরিনকে চিহ্নিত করতে পারবে না৷ এর ওজন ১,৫৫০ টন এবং অ্যান্টি শিপ টর্পেডো, অ্যান্টিশিপ মিসাইল লঞ্চ করার জন্য রয়েছে ছ’টি ৫৩৩ মিলিমিটার টর্পেডো টিউব৷
চিন-পাকিস্তান দুই দেশের গতিবিধির ওপর কড়া নজর রাখতে এর ভূমিকা যে অনস্বীকার্য হয়ে উঠবে এমনটাই মনে করা হচ্ছে৷ ভারত মহাসাগরের ভয়ঙ্কর টাইগার শার্কের নাম অনুযায়ী এই সাবমেরিনের নামকরণ করা হয়েছে৷
প্রসঙ্গত, দ্বিতীয় স্করপিন সাবমেরিন INS Khanderi চলতি বছরে জানুয়ারিতে লঞ্চ করা হয়েছিল৷ তবে এর ডেটা লিক করে ২০১৬-এর অগস্টে এটি লঞ্চ করে দেওয়া হবে বলে হুমকি দেওয়া হবে৷ ১৯৬৭সালের ৮ডিসেম্বর প্রথম Kalvari আসে ভারতীয় নৌসেনাবাহিনীতে৷
তিন দশক কাজের পরে এটি আবার ফিরিয়ে নেওয়া হয়৷ দ্বিতীয়টি এই বছরই জানুয়ারিতে লঞ্চ করা হয়৷ তৃতীয় স্করপিন Karanj টিও এই বছরের শেষের দিকে লঞ্চ করা হতে পারে বলে জানা গিয়েছে৷ –কলকাতা২৪
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন