খাগড়াছড়ি মাটিরাঙ্গা উপজেলায় মাদ্রাসার নিখোঁজ ৩ ছাত্র উদ্ধার
খাগড়াছড়ি পার্বত্য জেলার মাটিরাঙ্গা উপজেলায় মাদ্রাসা নিখোঁজ ৩জন ছাত্র উদ্ধার করেছে পুলিশ। জেলার মাটিরাঙ্গায় গত বৃহস্পতিবার(১১ই মে) নিখোঁজ হওয়া ৩জন মাদ্রাসার ছাত্রকে উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার(১৬ই মে) বিকোলে তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে চট্টগ্রামের বালুছড়া এলাকা হতে তাদেরকে উদ্ধার করা হয়।
এ সময় ছাত্র অভিভাবক আবুল বশর জানান, একটি মোবাইল নাম্বারের সূত্র ধরে মাটিরাঙ্গার থানার সহযোগিতায় হাটহাজারী ও বায়েজিদ থানা পুলিশের যৌথ অভিযান পরিচালনা করে বালুছড়া এলাকা হতে তাদের অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।
মাটিরাঙ্গা থানা অফিসার ইনচার্জ(ওসি) মো: জাকারিয়া জানান, নিখোঁজ ৩জন ছাত্রকে কেউ অপহরণ করেনি। তারা নিজেরাই মাদ্রাসা হতে পালিয়েছিল। উদ্ধারের পর রাতেই অভিভাবকগণ ৩জন ছাত্রসহ মাটিরাঙ্গা থানায় উপস্থিত হয়ে জিডি প্রত্যাহার করেছেন।
উল্লেখ্য, গত ১১ই মে মাটিরাঙ্গা উপজেলার বর্ণাল ইউনিয়নের যামীনীপাড়া বেলাল পোস্ট নামক এলাকায় হাজী সেকান্দার আলী হাফেজিয়া মাদ্রাসা হতে ৩জন ছাত্র তরিকুল ইসলাম(১৪), মনসুর আলম মাসুম(১২) এবং আবুল কালাম(১৪) নিখোঁজ হয়।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন