গাইবান্ধায় দুই জেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার
![](https://ournewsbd.net/wp-content/uploads/2021/04/Recover-উদ্ধার.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
গাইবান্ধা সদর উপজেলায় মৃনাল চন্দ্র দাশ (২৪) ও সুমন চন্দ্র দাশ (২৩) নামের দুই যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃস্পতিবার সকালে সদর উপজেলার বোয়ালি ইউনিয়নের পশ্চিম পিয়ারাপুরের মাঝিপাড়ায় একটি আমগাছ থেকে ঝুলন্ত অবস্থায় তাদের মরদেহ উদ্ধার করা হয়।
নিহত মৃনাল চন্দ্র দাশ (২৪) সদর উপেজলার চুনিয়াকান্দি গ্রামের রাম চন্দ্র দাশের ছেলে ও সুমন চন্দ্র দাশ (২৩) পাঠানপাড়া (মাঝিপাড়া) গ্রামের মিঠা চন্দ্র দাসের ছেলে। তারা দুজনই পেশায় জেলে।
স্থানীয়রা জানান, সকালে বোয়ালি ইউনিয়নের পশ্চিম পিয়ারাপুরের মাঝিপাড়ায় একটি আমগাছে মৃনাল চন্দ্র দাশ ও সুমন চন্দ্র দাশকে ফাঁস দেয়া অবস্থায় ঝুলতে দেখেন তারা। পরে পুলিশকে খবর দিলে ঘটনাস্থল থেকে মরদেহ দুটি উদ্ধার করে। স্থানীয়দের ধারণা, তাদের হত্যা করে গাছে ঝুলিয়ে রাখা হয়েছে।
গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তদন্ত (ওসি) আব্দুর রউফ বলেন, ‘মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্ত শেষে ঘটনার কারণ জানা যাবে।’
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন