গাইবান্ধা গোবিন্দগঞ্জে জুয়ারিদের আটক করেছে পুলিশ
গত ১৩ জুলাই রাতে মাদক ও জুয়া বিরোধী অভিযানে বৈরাগীহাট ফাড়ি পুলিশের বিশেষ অভিযানে ৪ জন পেশাদার জুয়াড়ীদের আটক করেছে থানা পুলিশ।
পুলিশ জানায়,বৈরাগী হাট ফাঁড়ি থানার ইনচার্জ মিলন চ্যাটার্জীর নেতৃত্বে এএসআই আনোয়ার ও সংগীয় ফোর্স সহ অভিযান ডিউটি করার সময় গোপন সংবাদের ভিত্তিতে জুয়া খেলার তথ্য জানতে পেরে শাখাহার ইউ পির আয়েজাবাদ রায়ভাঙ্গী গ্রামের তথা গাইবান্ধা জেলার শেষ সীমানায় জনৈক মমিন মিয়া ডিপ ঘরে অভিযান চালিয়ে জুয়ারি ১) মতিন মিয়া (৪৫)পিতা মৃত গ্রাম আলী গ্রাম থানা গোবিন্দগঞ্জ জেলা গাইবান্ধা ২) বুলু মিয়া(৩৩) ৩) মোহাম্মদ একরাম মিয়া(৪০) পিতা মৃত খোশবর আলী ৪) মোঃ হাফিজার(৫১) পিতা মৃত ইনছের আলী সর্ব গ্রাম বেচকন্দ থানা কালাই জেলাঃ জয়পুরহাটদের কে টাকার বিনিময়ে জুয়া খেলারত অবস্থায় পেয়ে ঐদিনই রাত্রী আটক করা হয়। ঐ সময় আরো একাধিক জুয়ারী পালিয়ে যায়।
বৈরাগীহাট ফাঁড়ি ইনচার্জ মিলন চ্যাটার্জী বিষয়টি নিশ্চিত করে জানান আসামিরা পুলিশের চোঁখ ফাঁকি দিয়ে পার্শ্ববর্তী জয়পুরহাট জেলা হতে ঢুকে ২ জেলার সীমান্তবর্তী স্থানে দীর্ঘদিন হতে বিভিন্ন স্পটে জুয়া খেলে আসছিলো। আসামিদের বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় গতকাল একটি মামলা রুজু হয়েছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন