জাতীয় প্রেসক্লাব নির্বাচন: শুভেচ্ছা জ্ঞাপন আ স ম রবের
জাতীয় প্রেসক্লাবের নির্বাচনে সভাপতি পদে ফরিদা ইয়াসমিন এবং সাধারণ সম্পাদক পদে ইলিয়াস খান সহ নির্বাচিতদের প্রাণঢালা অভিনন্দন এবং আন্তরিক শুভেচ্ছা জানিয়ে জাতীয় সমাজতান্ত্রিক দল- জেএসডি সভাপতি আ স ম আবদুর রব গণমাধ্যমে নিম্নোক্ত বিবৃতি প্রদান করেছেন।
জনাব রব বিবৃতিতে বলেন ৬৬ বছরের ইতিহাসে জাতীয় প্রেসক্লাবের ব্যবস্থাপনা কমিটির শীর্ষ তথা সভাপতি পদে প্রতিযোগিতামূলক নির্বাচনে প্রথম একজন নারী অর্থাৎ ফরিদা ইয়াসমিন বিজয় লাভ করায় সমগ্র নারী সমাজের জন্য গৌরবের। তাঁর এই বিজয় সমাজের সকল ক্ষেত্রে নারীর অংশগ্রহণ এবং ক্ষমতায়নের সুযোগ সৃষ্টি করবে। প্রেসক্লাবের নির্বাচন প্রমাণ করে যে, ‘নির্বাচন’ অবাধ ও সুষ্ঠু হলেই তাতে ভোটারদের অভিপ্রায়ের যথার্থ বহিঃপ্রকাশ ঘটে।
আমি আশা করছি জাতীয় প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটি ‘গণতন্ত্র’, জনগণের ‘ভোটাধিকার’ ও ‘মত প্রকাশের স্বাধীনতা’ নিশ্চিত করার জন্য তাদের নৈতিক কর্তব্য পালন করবে।
জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি’র দপ্তর সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ আবুল মোবারক প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন