দিনাজপুরে আবারো নিরাপত্তাহীনতায় বিরল নীলগাই
আবারও নিরাপত্তাহীনতায় দিনাজপুরের বিরল ধর্মপুর শাল বনে ভারত থেকে আসা নীলগাই। ছুটে চলেছে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত হয়েছে দিকভ্রান্ত।
আজ শনিবার ( ১১ মার্চ) সকালে প্রথম কামদেবপুরে দেখতে পাওয়া যায় নীল গাইটি। গত বছর এই সময় (২০২২ মাচ) এমন আরও একটি নীল গাই এসে অত্যাচারে মারা গিয়েছে।
এবারও আসা এই নীল গাই নিয়েও রয়েছে শঙ্কা। নিরাপত্তার স্বার্থে মসজিদে মসজিদে মাইকিং করেছেন বন অফিসার মহসীন আলী।
এর পরেও অজানা কিছু শত্রুর টার্গেট নিয়েও শঙ্কা আছে বলে তিনি জানান। তিনি বলেন বনের প্রানী বনেই থাকবে শোভা পাবে বনাঞ্চল। আগত নীল গাই রক্ষায় তিনি সকলের সহযোগীতা কামনা করেছেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন