নওগাঁর রাণীনগরে বিনামূল্যে সার-বীজ বিতরণের উদ্বোধন
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/04/Raninagar-Pic-04-04-24-900x450.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
নওগাঁর রাণীনগরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার-বীজ বিতরণের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে পরিষদ চত্বরে এই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন স্থানীয় এমপি এ্যাড: ওমর ফারুক সুমন।
উপজেলা কৃষি দপ্তরের তথ্য মতে, উপজেলার ৮টি ইউনিয়নের মোট চার হাজার ২৪০জন কৃষকের মাঝে পাট বীজ,ধান বীজ ও রাসায়নিক সার সহায়তা প্রদানের শুভ উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে তাবাসসুমে,রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ওবায়েদ,উপজেলা কৃষি কর্মকর্তা ফারজানা হক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসানসহ প্রমূখ উপস্থিত ছিলেন।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন
(পরের সংবাদ) রংপুরের মিঠাপুকুরে বিয়ের দাবিতে প্রমিকের বাড়িতে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা নাবালিকার অনশন!