কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে
পঞ্চম শ্রেণির মাদ্রাসার ছাত্রীকে যৌন হেনস্তার দায়ে শিক্ষক বরখাস্ত
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পঞ্চম শ্রেণির এক মাদ্রাসার ছাত্রীকে যৌন হেনস্তার দায়ে এক শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
রবিবার (৮ অক্টোবর) দুপুরে মাদ্রাসার পরিচালনা পরিষদের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
ঘটনাটি ঘটেছে উপজেলার সদর ইউনিয়নের ভোটহাট দাখিল মাদ্রাসায়।
বরখাস্ত হওয়া ওই শিক্ষকের নাম আকতারুজ্জামান (৫৪)। তিনি নাগেশ্বরী উপজেলার বেরুবাড়ি ইউনিয়নের মৃত কাওছার আলীর ছেলে এবং ওই মাদ্রাসায় এবতেদায়ী প্রধান হিসেবে কর্মরত আছেন।
মাদ্রাসার সহ.সুপার নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পরিবার ও এলাকাবাসী সূত্রে জানাযায়, গত ২৬ সেপ্টেম্বর মঙ্গলবার মাদ্রাসার বিরতীকালিন সময়ে ওই ছাত্রী ও তার এক বান্ধবীসহ একটি কক্ষে বসে গল্প করছিল। এমন সময় শিক্ষক আকতারুজ্জামান ওই কক্ষে প্রবেশ করে অন্য ছাত্রীকে বের করে দিয়ে ভুক্তভোগী শিক্ষার্থীকে জড়িয়ে ধরে শরীরের স্পর্শকাতর জায়গায় হাত দেয়। ভয়ে ছাত্রীটি চিৎকার দিলে অন্যান্য শিক্ষার্থী ও শিক্ষকরা এসে মেয়েটিকে উদ্ধার করে। পরে অভিযুক্ত ওই শিক্ষক কৌশলে মাদ্রাসা থেকে পালিয়ে যায়। এলাকাবাসী, শিক্ষার্থী ও অভিভাবকদের পক্ষ থেকে বিচার দাবীর প্রেক্ষীতে মাদ্রাসার পরিচালনা পরষদ গত রবিবার ঘটনার সত্যতা পেয়ে অভিযুক্ত শিক্ষককে সাময়িক বরখাস্ত করে।
মাদ্রাসার প্রধান (সুপার) নুর আলম জানান, মাদ্রাসার সাধারণ শিক্ষার্থী ও অভিভাবকদের দাবির মুখে ম্যানেজিং কমিটির সভাপতি ও সদস্যদের সিদ্ধান্ত মোতাবেক ওই শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সাজ্জাদ হোসেন জানান, অভিযুক্ত শিক্ষককে প্রাথমিকভাবে বরখাস্ত করা হয়েছে। মাদ্রাসার রেজুলেশন ও অভিযোগের কপি হাতে পেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন