পটুয়াখালীর মহিপুরে জেলেদের জালে প্রজাতির ৮টি পাখী মাছ
পটুয়াখালীর মহিপুরে জেলেদের জালে ধরা পড়েছে প্রায় ১০ ফুট দৈর্ঘ্যের বিরল প্রজাতির ৮টি সেইল ফিস।
স্থানীয় জেলেদের কাছে এটি পাখী মাছ নামে পরিচিত।
কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে বৈরাগী বয়া এলাকায় বুধবার রাতে এফবি মায়ের দোয়া নামের একটি ট্রলারে জেলেদের জালে দৈত্যাকৃতির মাছগুলো ধরা পড়ে।
৮টি মাছের মধ্যে ৭টি মাছের ওজন প্রায় দেড় মন।
পরে বৃহষ্পতিবার দুপুরে মহিপুর মৎস্য বন্দরে মাছগুলো বিক্রির জন্য নিয়ে আসলে তা এক নজর দেখতে ভীড় জমায় উৎসুক মানুষ।
ট্রলারের মাঝি নুরুন্নবী জানান, ‘মাছগুলো ধরার পর জেলেদের ট্রলারে তুলতে বেশ বেগ পেতে হয়েছে।’
মাছগুলো এক আড়ৎদারের কাছে বিক্রি করা হয়েছে বলে জানান তিনি।
উপজেলা সিনিয়র মৎস্য অপু সাহা বলেন, ‘এলাকার মানুষ এটিকে পাখী মাছ নামে চিনলেও এটি এক ধরনের সেইল ফিশ। খেতে খুব সুস্বাদু হওয়ায় বাজারে এর ব্যাপক চাহিদা রয়েছে।’
এ মাছ গভীর সমুদ্রে বেশি দেখা যায় বলেও জানান তিনি।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন