মির্জা ফখরুলের চিকিৎসা প্রয়োজন : তথ্যমন্ত্রী

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের চিকিৎসা করানোর পরামর্শ দিয়েছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। হাছান মাহমুদ বলেছেন, ‘ইদানিং মির্জা ফখরুল ইসলাম সাহেব যে বক্তব্যগুলো দিচ্ছেন তাতে আমার মনে হচ্ছে তার একটু স্বাস্থ্য পরীক্ষা করার প্রয়োজন রয়েছে।’

বৃহস্পতিবার (২৬ আগস্ট) জাতীয় প্রেসক্লাবে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে এক আলোচনা সভার প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন মন্তব্য করেন।

হতাশায় নিমজ্জিত হয়ে মির্জা ফখরুল আবোল-তাবোল বলছেন উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, ‘আমি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের বক্তব্য পড়লাম আজকের কাগজে এবং গতকাল টেলিভিশনেও দেখেছি। তিনি বলেছেন, আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী নয়। আওয়ামী লীগের নেতৃত্বে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ সংঘটিত হয়েছে। বঙ্গবন্ধুকে রাষ্ট্রপতি, তাজউদ্দিন আহমেদ প্রধানমন্ত্রী ও সৈয়দ নজরুল ইসলামকে উপরাষ্ট্রপতি করে সরকার হয়েছিল। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান কিন্তু সেই সরকারেই চাকরি করেছিলেন, ৪০০টাকা বেতন পেতেন। তার এ বক্তব্য শুনে মনে হচ্ছে তিনি এতটাই হতাশায় নিমজ্জিত যে, এখন আবোল তাবোল বলা শুরু করেছেন।’

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, “যে দলের নেতৃত্বে মুক্তিযুদ্ধ, স্বাধীনতার সংগ্রাম, এবং স্বাধীনতা অর্জিত হয়েছে সেই দল নিয়ে তারা কথা বলেন। দুই পাশে জঙ্গিদের বসিয়ে যারা ‘আমরা সবাই তালেবান, বাংলা হবে আফগান’—এই শ্লোগান দেন, তারা বলেন আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করেন না।”