পিরোজপুরের মঠবাড়িয়ায় মিথ্যা মামলায় হয়রানির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত
পিরোজপুরের মঠবাড়িয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মানববন্ধনের ব্যানারে উল্লেখ করা হয়, কুখ্যাত সন্ত্রাসী,নারী লোভী,মিথ্যা মামলাবাজ,একাধিক মামলার আসামি আবুল হোসেন কর্তৃক ছোট শৌলা গ্রামের একাধিক নিরীহ মানুষের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার প্রতিবাদে ও সকল মিথ্যা মামলা প্রত্যাহার সহ তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন।
রবিবার (১৯ ফেব্রুয়ারি) মঠবাড়িয়া উপজেলার মিরুখালী টু ভগিরথপুর সড়কে এলাকার শতাধিক নারী ও পুরুষের অংশগ্রহনে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন, ছোট শৌলা গ্রামের অবসরপ্রাপ্ত সেনা সদস্য মোঃ নান্না গাজী, শিক্ষক নাজমুল হুদা গাজী,মোঃ বাবুল গাজী, মোঃ ইমরান হোসেন,জাহানারা বেগম,মাসুরা বেগম এবং সিদ্দিকুর রহমান।
মানববন্ধনে বক্তারা বলেন,মিরুখালী ইউনিয়নের ৩ নং ওয়ার্ড ছোট শৌলা গ্রামের মকবুল হাওলাদারের পুত্র আবুল হোসেন মাদক ও নারী কেলেঙ্কারির সাথে জড়িত। প্রায় সময়ই হাতে দাও থাকে,কুঠার থাকে। কেউ তার বিরুদ্ধে মুখ খুলতে সাহস পায় না। পুলিশের এক বড় কর্মকর্তার পরিচয় দিয়ে চলে।এখন আমাদের মিথ্যা চাঁদাবাজি মামলায় ফাঁসানো হয়েছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন