লালমনিরহাটের কালীগঞ্জে দ্বিতীয় আন্তর্জাতিক স্ক্র্যাবল প্রতিযোগিতা অনুষ্ঠিত

ইংরেজি আন্তর্জাতিক ভাষা। এ ইংরেজি ভাষার শব্দভাণ্ডার আয়ত্ত করতে ও ইংরেজি ভাষায় দক্ষতা আনায়নে রোববার (১৯ ফেব্রুয়ারী) লালমনিরহাটের কালীগঞ্জ করিম উদ্দিন পাবলিক পাইলট উচ্চ বিদ্যালয়ে দ্বিতীয় আন্তর্জাতিক স্ক্র্যাবল চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

প্রথমবার এ প্রতিযোগিতার আয়োজন করেছেন করিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খুরশেদুজ্জামান আহমেদ। বাংলাদেশ স্ক্র্যাবল ফেডারেশনের সভাপতি খুরশেদুজ্জামান আহমেদ বলেন, গ্লোবাল সিটিজেন হতে গেলে ইংরেজি ভাষার বিকল্প নেই। ইংরেজি শব্দ ও ভাষায় দক্ষতা অর্জন করতে হবে। স্ক্র্যাবল প্রতিযোগিতা শিক্ষার্থীদের ইংরেজি ভাষায় দক্ষতা অর্জনে সহায়তা করবে।

উক্ত প্রতিযোগিতায় বক্তব্য রাখেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জহির ইমাম। নেপাল স্ক্র্যাবল ফেডারেশনের সভাপতি কেশব প্রসাদ প্রাজলী ও বাংলাদেশ স্ক্র্যাবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আব্দুল মালেক। উক্ত প্রতিযোগিতায় নেপালের ১১টি দলসহ মোট ২৫টি দল অংশ নেয়। উক্ত প্রতিযোগিতা চ্যাম্পিয়ন হন নেপালের অর্নব পান্ডে ও রানার্স আপ হন বাংলাদেশের নূর আলম।

বক্তাগন বলেন, স্ক্র্যাবল একটি মজার খেলা। ইংরেজি শব্দ ভান্ডার সমৃদ্ধ করতে স্ক্র্যাবল খেলার বিকল্প নেই। স্মার্ট ফোনের অপব্যবহার রোধ ও কম্পিউটার গেমের প্রতি তরুণ প্রজন্মের আসক্তি কমাতে এ গেম ভূমিকা রাখবে।