প্রথমবার ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশ নারী দল
ইতিহাস গড়ে প্রথমবার ওয়ানডে বিশ্বকাপে স্থান করে নিল বাংলাদেশের মেয়েরা।জিম্বাবুয়েতে চলমান বিশ্বকাপ বাছাইপর্ব আইসিসি বাতিল ঘোষণা করেছে। তবে র্যাঙ্কিং অনুযায়ী বাংলাদেশ, পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ ২০২২ ওয়ানডে বিশ্বকাপে খেলবে।
শনিবার (২৭ নভেম্বর) এমনটাই জানিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।
মূলত দক্ষিণ আফ্রিকায় ছড়িয়ে পড়া করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্টের (B.1.1.529) কারণে আইসিসি বিশ্বকাপ বাছাইপর্ব বাতিল করেছে। তবে পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী আজকের জিম্বাবুয়ে বনাম পাকিস্তানের ম্যাচ চলছে। তবে শ্রীলঙ্কার কয়েকজন করোনা আক্রান্ত হওয়ায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তাদের আজকের ম্যাচটি মাঠে গড়ানো সম্ভব হয়নি।
বাছাই পর্বের প্রথম ম্যাচে পাকিস্তানকে হারায় বাংলাদেশ। পরের ম্যাচে জয় পায় যুক্তরাষ্ট্রের বিপক্ষে জয় পায় নিগার সুলতানারা। এরপর থাইল্যান্ডের কাছে হারলেও গ্রুপ এ তে শীর্ষেই ছিলেন তারা। অন্যদিকে গ্রুপে শীর্ষে থাকায় বাংলাদেশের সঙ্গে পরের পর্বে গেছে ওয়েস্ট ইন্ডিজ।
২০২২ সালের মার্চে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে নিউজিল্যান্ডে। এরই মধ্যে কোয়ালিফাই করেছে নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, সাউথ আফ্রিকা ও ভারত।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন