বাগেরহাটের শরণখোলায় ডিজিটাল সনদ পাচ্ছে মুক্তিযোদ্ধারা
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় হতে ১২ ধরনের বারকোড ও বিশেষ পদ্ধতিতে ছাপানো ডিজিটাল সনদপত্র ও পরিচয়পত্র (স্মার্ট কার্ড) পাচ্ছেন বাগেরহাটের শরণখোলার ৪২২ জন বীর মুক্তিযোদ্ধা। শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্য্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
মুক্তিযুদ্ধ চলাকালীন প্রবাসী সরকার কর্তৃক নিয়োগকৃত যুদ্ধকালীন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এম. আফজাল হুসাইন জানান, স্বাধীনতার ৫০ বছর পরে হলেও সরকারের এ পদক্ষেপ প্রশংসার দাবীদার এবং বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের জন্য এটি গর্বের।
শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নুর-ই আলম সিদ্দিকী জানান, উপজেলার ২০৩ জন জীবিত বীর মুক্তিযোদ্ধা ডিজিটাল সনদ ও স্মার্ট কার্ড এবং মৃত ২১৯ জন বীর মুক্তিযোদ্ধা ডিজিটাল সনদ পাচ্ছেন। খুব শীঘ্রই বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন