‘বিশ্বকে দেখাতে চাই আমরা কী পারি’

২০১৫ সালের আইসিসি বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে খেলা। এরপর ঘরের মাটিতে পাকিস্তান, ভারত ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ানডে সিরিজ জয়। একের পর এক এসব সাফল্যের ফলেই আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে জায়গা করে নিয়েছিল বাংলাদেশ।

সেই আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে এখন সেমিফাইনালে খেলবে বাংলাদেশ। ফাইনালে উঠার লড়াইয়ে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত। তবে, প্রতিপক্ষ কে এ বিষয়ে মোটেও ভাবতে চান না বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। বরং এই সুযোগটি কাজে লাগানোর জন্য ছেলেদের পরামর্শ দিয়েছেন তিনি।

চন্ডিকা হাথুরুসিংহে বলেছেন, ‘প্রতিপক্ষ কে তা নিয়ে আমরা ভাবছি না। বরং আমরা ভাবছি এটিই বড় সুযোগ বিশ্ববাসীকে দেখানোর যে আমরা কী করতে পারি এবং আমরা কতদূর এসেছি। আমরা আমাদের সেরাটা দিতে চাই ও ম্যাচটি উপভোগ করতে চাই। আমরা যদি আমাদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারি তাহলে যেকোনও দলের সঙ্গে প্রতিযোগিতা করতে পারব’।

তিনি আরও বলেন, ‘টুর্নামেন্টে ভারত ফেভারিট। তারা অনেক ভালো দল। আমরা যদি তাদের হারাতে পারি তাহলে এটি ভালো অর্জন হবে’।

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে আগামীকাল মুখোমুখি হবে বাংলাদেশ ও ভারত। বৃহস্পতিবার বার্মিংহামের এজবাস্টনে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকাল সাড়ে তিনটায়।