ভোলার বোরহানউদ্দিনে জমি দখলের সংঘর্ষে আহত-৮
ভোলার বোরহানউদ্দিন উপজেলার দেউলা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে সিদ্দিক গংয়ের জমি দখলের হামলায় উভয় পক্ষের ৮ জন আহত হন। আহতরা বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসাধীন রয়েছে। আজ বৃহস্পতিবার (১৩ এপ্রিল) দুপুর বারোটার দিকে এ ঘটনা ঘটে। এব্যাপারে উভয়পক্ষ বোরহানউদ্দিন থানায় অভিযোগ দায়ের করে।
অভিযোগকারী মোসা: জাহানারা বেগম জানান: তাদের বসতবাড়ির জায়গায় সিদ্দিক ও তার পরিবারের লোকজন সুপারি গাছ কাটতে আসলে তারা বাধা দেন। এসময় সিদ্দিক ও তার পরিবারের লোকজন লাঠিসোটা নিয়ে তাদের উপর হামলা চালালে জাহানারা বেগম ও তার পরিবারের ৪ সদস্য মারাত্মকভাবে আহত হন।
তারা বর্তমানে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। তিনি বলেন, পৈতৃকসূত্রে বিরোধপূর্ণ ৮৭ শতাংশ সম্পত্তির মালিক আমার স্বামী মৃত আবুল কালাম কালু হাওলাদার ও ভ্রাতাগন। বিবাদী সিদ্দিক বানোয়াট বিএস রেকর্ড সৃজন করে উল্লেখিত সম্পত্তি দখলের চেষ্টা চালায়। বানোয়াট রেকর্ড বাতিলের বিরুদ্ধে বাদী পক্ষ ভোলার সংশ্লিষ্ট আদালতে মামলা চলমান।
এদিকে প্রতিপক্ষ সিদ্দিক বলেন, রেকর্ডসুত্রে এ জমির মালিক আমরা। আজকের মারামারির ঘটনায় আমার অন্তসত্তা পুত্রবধূসহ ৪ জন আহত হয়। এরা সবাই বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে। এ ব্যাপারে বোরহানউদ্দিন থানায় অভিযোগ দিয়েছি।”
এদিকে এলাকাবাসী জানান উভয়পক্ষের জমিজমা নিয়ে দীর্ঘদিন যাবত বিরোধ চলছে। বিষয়টি স্থানীয়ভাবে গ্রাম্য সালিশীতে মীমাংসা সম্ভব।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন