নেত্রকোনার মদনে বিভিন্ন ইউনিয়নে চলছে ভিজিএফ চাল বিতরণ

নেত্রকোণা মদন উপজেলার বিভিন্ন ইউনিয়নে হতদরিদ্র পরিবারের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ এপ্রিল) দুপুরে মদন ইউনিয়নে গেলে দেখা যায়, ১৪৭৭ জনের মাঝে ১৪ টন ৭৭০ কেজি চাল বিতরণ করার হয়েছে। বুধবার হতে শুরু হয়ে বৃহস্পতিবার পর্যন্ত চলে এ চাল বিতরণ।

উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ কামরুল হাসান (ট্যাগ অফিসার ) জানান, যতটুকু সম্ভব হতদরিদ্র পরিবারের মাঝে স্বচ্ছতার সহিত ভিজিএফ এর চাল বিতরণ করা হয়েছে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, শফিকুল বারী (ট্যাগ অফিসার) জানান, নায়েকপুর ইউনিয়ন পরিষদে বৃহস্পতিবার সকাল ৯ টা থেকে বিকাল ০৫ টা ৩০ মি. পর্যন্ত সুষ্ঠু ভাবে চাল বিতরণ করা হয়েছে। ১৭৮২ জনের মাঝে জনপ্রতি ১০ কেজি করে মোট ১৭ টন ৮২০ কেজি ভিজিএফ চাল বিতরণ করা হয়।

গত বুধবার চানগাঁও ইউনিয়নে ১১৭০ জনের মাঝে ১১ টন ৭০০ কেজি ভিজিএফ চাল বিতরণ করা হয়। ইউপি চেয়ারম্যান নুরুল আলম তালুকদার বলেন, আমি নিজে উপস্থিত থেকে সব সময় স্বছতার সহিত চাল বিতরণ করি ও সব সময় জনগনের সাথে কাজ করার মানসিকতা রাখি হয়তো একারণেই চানগাঁও ইউনিয়নের সাধারণ জনগণ ভোটের মাধ্যমে বার বার চেয়ারম্যান হিসেবে আমাকে নির্বাচিত করে।