ময়মনসিংহের ঘাগড়া ইউনিয়ন জাতীয় পার্টির কর্মী সম্মেলন
ময়মনসিংহ সদর উপজেলা জাতীয় পার্টি অন্তর্গত ১১ নং ঘাগড়া ইউনিয়নের কর্মী সন্মেলন ২৩ সেপ্টেম্বর শনিবার ডাক্তার হাবিবুর রহমান স্কুল এন্ড কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে। সন্মেলনে জাতীয় পার্টি ঘাগড়া ইউনিয়ন এর আহ্বায়ক ডাক্তার হাবিবুর রহমান এর সভাপতিত্বে ও সদস্য সচিব বাহার উদ্দিন খোকনের সঞ্চালনায় অনুষ্ঠিত।
এ কর্মী সমাবেশের উদ্ধোধন করেন ময়মনসিংহ সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি জননেতা মোঃ ইদ্রিস আলী।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ মহানগর জাপার সদস্য সচিব ও বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ এমপির প্রতিনিধি আব্দুল আউয়াল সেলিম।প্রধান বক্তা হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন ময়মনসিংহ সদর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন দুলাল।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা জাতীয় পার্টির সদস্য সচিব বিশিষ্ট সাংবাদিক মোঃ মোশাররফ হোসেন।
এছাড়াও বিশেষ অতিথি ছিলেন জেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক নূর মোহাম্মদ নূরু, লাল মিয়া লাল্টু, মোঃ শাহজাহান ও সাব্বির হোসেন বিল্লাল, মহানগর জাপার যুগ্ম আহ্বায়ক এ বি সিদ্দিক, সদর উপজেলা জাতীয় পার্টি নেতা আব্দুল লতিফ সরকার, জাপা নেতা তোফাজ্জল হোসেন দারোগা, জেলা কৃষক পার্টি আহ্বায়ক এস ডি রুবেল, জেলা তরুণ পার্টির আহ্বায়ক কাউসার আহমেদ, জেলা যুব সংহতির আহ্বায়ক শরীফ খান মিল্টন পাঠান।বক্তব্য রাখেন জাপা নেতা সাইফুল ইসলাম খোকা,সদর উপজেলা জাতীয় ছাত্র সমাজ এর সভাপতি শওকত হোসেন তুষার সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন