মাগুরার নৃত্য ও নাট্য শিল্পী বাবুল মৃধা আর নেই
মাগুরা প্রতিনিধি : মাগুরার সাংস্কৃতিক অঙ্গনের অত্যন্ত প্রিয়মুখ নাট্য ও নৃত্যশিল্পী বাবুল মৃধা (৩৭) বৃহস্পতিবার রাত ১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন।(ইন্নালিল্লাহি …. রাজিউন) তিনি ক্যান্সারে আক্রান্ত ছিলেন। তিনি জেলা উদীচী ও শিল্পকলা একাডেমীর নৃত্যের প্রশিক্ষক ও উদীচী নাটক বিভাগে শিশুকাল থেকে কাজ করেছেন। প্রায় ৩ বছর ধরে তিনি ক্যান্সারে আক্রান্ত ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, বিধবা মা ও দুই পুত্রসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
বৃহস্পতিবার সকালে তার লাশ মাগুরা শহরের নান্দুয়ালীর বাড়িতে আনা হলে সেখানে অসংখ্য সংস্কৃতি কর্মী ও সাধারণ মানুষ ভীড় করে। তার মৃত্যুতে জেলা প্রশাসক আতিকুর রহমান, জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব তানজেল হোসেন খান, সাধারণ সম্পাদক পংকজ কুন্ডু, জাতীয় পাটির চেয়াম্যানের উপদেষ্টা ও মাগুরা জেলা জাতীয় পাটির সাধারণ সম্পাদক এ্যাড. হাসান সিরাজ সুজা, উদীচী কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক জামসেদ আনোয়ার তপন, জেলা শিল্পকলা একাডেমী, জেলা মহিলা পরিষদ, সুপ্রভাত বাংলাদেশসহ বিভিন্ন সংগঠন শোক প্রকাশ করেছে। দুপুর পৌনে ২টায় নান্দুয়ালী গোরস্থান মসজিদে নামাজে জানাযা শেষে তাকে নান্দুয়ালী গোরস্থানে দাফন করা হয়।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন