মাগুরায় অবিলম্বে রোহিঙ্গাদের উপর সহিংসতা বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত
মাগুরা প্রতিনিধি : মাগুরায় শুক্রবার সাকালে মিয়ানমারে রোহিঙ্গা জনগোষ্ঠির উপর গণহত্যা, ধর্ষণ, অগ্নিসংযোগসহ অমানবিক নির্যাতনের প্রতিবাদে মিছিল, সমাবেশ ও মানববন্ধন করেছে সুপ্রভাত বাংলাদেশ মাগুরা নামে একটি সামাজিক সংগঠন। সকালে শহরে মিছিল শেষে স্থানীয় চৌরঙ্গীর মোড়ে এ মানবন্ধন ও সমাবেশের আয়োজন করা হয়। এ মানবন্ধন ও সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সুনিল সরকার।
মানবন্ধন চলাকালে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন- সংগঠনের সহ সভাপতি ফারুক রেজা ঝন্টু, আয়ুব হোসেন, সাধারণ সম্পাদক আনিসুর রহমান খোকন, শহিদুল ইসলাম টুকুল ফকির, অধ্যাপক আবু সাইদ মোল্যা, এবিএম আসাদুর রহমান, এ্যাড. আলাউদ্দিন, রেজাউল ইসলামসহ অন্যরা। মানববন্ধনে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন