মাগুরায় পৌর কর্মকর্তা কর্মচারীদের ৩৬ ঘন্টার কর্মবিরতি শুরু
![](https://ournewsbd.net/wp-content/uploads/2018/01/Magura-Pouro-Kormochari-36-Ghonta-Kormobiroti-Pic-2-900x450.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
মাগুরা প্রতিনিধি : মাগুরায় পৌর কর্মকর্তা কর্মচারীরা সরকারি কোষাগার থেকে বেতন-ভাতা ও পেনশনের দাবিতে সোমবার থেকে পৌরসভা চত্ত¡রে অবস্থান নিয়ে ৩৬ ঘন্টার কর্মবিরতি পালন করছে।
মাগুরা পৌর কর্মকর্তা কর্মচারি এসোসিয়েশনের সভাপতি মোল্যা আলমগীর হোসেনের সভাপতিত্বে এ উপলক্ষে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন প্রকৌশলী সাইফুল ইসলাম হিরক, সহকারি প্রকৌশলী মো: মাহবুবুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হান্নান মোল্যা, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শাহিন, সাংগঠনিক সম্পাদক তবিবুর রহমান, তাসলিম আলী লিলিসহ অন্যরা। কর্মবিরতিতে মাগুরা পৌরসভার বিভিন্ন স্তরের কর্মকর্তা কর্মচারীরা অংশ নেন।
মাগুরার পৌর মেয়র খুরশিদ হায়দার টুটুল আন্দোলনরত কর্মকর্তা কর্মচারিদের সাথে একাত্মতা ঘোষণা করে তাদের দাবী মেনে নেয়ার জন্য সরকারের প্রতি আহবান জানিয়েছেন।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন