মাগুরায় প্রাথমিক নিয়োগ পরীক্ষায় ভাইয়ের উত্তরপত্র পূরণের অভিযোগে শিক্ষকের কারাদণ্ড
মাগুরা প্রতিনিধি : মাগুরায় প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় পরীক্ষার্থী ভাইকে উত্তরপত্র প‚রণ করে দেয়ার অভিযোগে এক শিক্ষককে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
এ ঘটনায় অভিযুক্ত জাহাঙ্গীর আলম খান মাগুরা সরকারী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক।
মাগুরা জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ মাহাবুবুর রহমান জানিয়েছেন, শুক্রবার দুপুরে মাগুরা সরকারী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা শেষ হওয়ার ১০ মিনিট আগে মইনুল হাসান নামে এক পরীক্ষার্থী তার উত্তরপত্র শিক্ষক জাহাঙ্গীর আলম খানের কাছে জমা দেন। ওই শিক্ষক পাশের কক্ষে দায়িত্বে ছিলেন। উত্তরপত্র হাতে পেয়ে শিক্ষক জাহাঙ্গীর আলম ওই পরীক্ষার্থীর উত্তরপত্র পূরণ করা শুরু করেন। এ সময় অন্যান্য পরীক্ষার্থীরা বিষয়টি ওই কেন্দ্রে দায়িত্বরত ম্যাজিস্ট্রেট শাহিনা নাসরিনের নজরে আনেন।
এরপর ম্যাজিস্ট্রেট শাহিনা নাসরিন ঘটনাস্থলে গিয়ে শিক্ষক জাহাঙ্গীর আলম খানকে হাতেনাতে ধরেন। তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ওই শিক্ষককে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন