মাগুরায় বিশ্ব তামাক মুক্ত দিবস পালিত
মাগুরা প্রতিনিধি : “তামাক হৃদপিন্ডের ক্ষয় ,স্বাস্থ্যকে ভালোবাসি তামাককে নয় ” এ প্রতিপাদ্য নিয়ে বৃহস্পতিবার মাগুরায় র্যালী ও আলোচনা সভার মধ্যে দিয়ে বিশ্ব তামাক মুক্ত দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে সকালে মাগুরা সিভিল সার্জন কার্যালয় থেকে একটি র্যালী শহর প্রদক্ষিণ শেষে কালেক্টরেট চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ আতিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনায় সভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার খান মুহাম্মদ রেজোয়ান, জেলা পরিষদ চেয়ারম্যান পংকজ কুমার কুন্ডু, সিভিল সার্জন ডা.মুন্সী মো: ছাদুল্লাহ, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুল ফাত্তাহ, জেলা ব্র্যাক প্রতিনিধি রোকেয়া বেগম ও আরডিসি’র নির্বাহী পরিচালক লায়লা কানিক বানু প্রমূখ।
সভায় তামাকের ভয়াবহতা ও তামাক পানে কী কী ক্ষতি হয় সেসব বিষয়ে আলোচনা করা হয়।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন