মাগুরায় বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন
মাগুরা প্রতিনিধি : মাগুরায় আজ রবিবার মাতৃদুগ্ধ পান টেকসই করতে আসুন ঐক্যবদ্ধ হই এই শ্লোগান নিয়ে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন করছে স্বাস্থ্য বিভাগ ও বিভিন্ন বেসরকারি সংস্থার নেতাকর্মীরা।
এ উপলক্ষে রবিবার সকালে সদর হাসপাতাল চত্বর থেকে র্যালী বের হয়। র্যালীটি শহর প্রদক্ষিণ শেষে সদর হাসপাতাল মিলনায়তনে গিয়ে শেষ হয়। পরে সেখা অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সিভিল সার্জন ডা. মুন্সী মো: সাদউল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাগুরার জেলা প্রশাসক মো: আতিকুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন সদর হাসপাতালের তত্ত¡াবধায়ক ডা. সুশান্ত কুমার সাহা, স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি ডা. কাজী তারিফুজ্জামান, বিএমএ সাধারণ সম্পাদক ডা. জয়ন্ত কুমার কুন্ডু প্রমুখ ।
অনুষ্ঠানে স্বাস্থ্য বিভাগের কর্মকান্ড নিয়ে থিমসং দেখানো হয়। অনুষ্ঠান পরিচালনা করেন প্রধান স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা জিল্লুর রহমান।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন