মাগুরায় যুবলীগের প্রতিষ্ঠাবর্ষিকী পালন
![](https://ournewsbd.net/wp-content/uploads/2017/11/Magura-Pic-11.11.17-900x450.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
মাগুরা প্রতিনিধি : মাগুরায় জেলা আওয়ামী যুবলীগ প্রতিষ্ঠাবর্ষিকী পালন করেছে। আজ শনিবার সকাল ১১টায় সৈয়দ আতর আলী রোডের দলীয় কার্যালয়ে কেক কেটে ও নানা আয়োজনের মধ্যদিয়ে ৪৫তম প্রতিষ্ঠাবর্ষিকী পালন করে জেলা যুবলীগ। এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব তানজেল হোসেন খান, সংরক্ষিত আসনের সংসদ সদস্য কামরুল লায়লা জলি এমপি, জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুন্ডু।
এ উপলক্ষে জেলা যুবলীগের আহবায়ক ফজলুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা যুবলীগের প্রতিষ্ঠাতা সভাপতি মুন্সি রেজাউল হক, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আলী আহম্মেদ আহাদ, আশরাফ খান, সাকিবুল হাসান তুহিনসহ বিভিন্ন পর্যায়ের নের্তৃবৃন্দ। এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা যুবলীগের সদস্য মীর মনিরুল ইসলাম লিটনসহ অনেকে।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন