মাদারীপুরে জাতীয় উন্নয়ন মেলা চলছে
মাদারীপুর প্রতিনিধি : উন্নয়নের অভিযাত্রায়, অদম্য বাংলাদেশ এই শ্লোগানকে সামনে রেখে মাদারীপুরে বৃহস্পতিবার হতে তিন দিনব্যাপী জাতীয় উন্নয়ন মেলা চলছে সরকারি নাজিম উদ্দিন বিশ্ববিদ্যালয়ের কলেজ মাঠে। জেলা প্রশাসনের আয়োজনে এ মেলায় বেশ কয়েকটি বিভিন্ন ধরনের স্টল রয়েছে। প্রতিদিন মেলায় লক্ষ করারমতো জনসাধারনের ভিড় দেখা যায়। এটা হচ্ছে চতুর্থ বারের জাতীয় উন্নয়ন মেলা। এর আগে প্রধান মন্ত্রী শেখ হাসিনার এক ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ মেলাটির উদ্বোধন করেন।
পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ আলোচনা সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান। এ সময়ে আলোচনা সভার সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো: ওয়াহিদুল ইসলাম। আলোচনা সভায় আরোও উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সচিব শ্যাম সুন্দর শিকদার, পুলিশ সুপার সুব্রত কুমার হালাদার, মাদারীপুর পৌরসভার মেয়র খালেদ হোসেন ইয়াদ, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পাভেলুর রহমান শফিক খান, জেলা পরিষদের চেয়ারম্যান মিয়াজ উদ্দিন খান প্রমুখ।
জাতীয় উন্নয়ন মেলার একটি বণার্ঢ র্যালি যা স্বাধীনতা অঙ্গন থেকে শুরু হয়ে সরকারি নাজিম উদ্দিন বিশ্ববিদ্যালয়ের কলেজ মাঠে গিয়ে শেষ হয়ে থাকে। এদিকে মেলায় প্রতিদিন রাতে দেশের জনপ্রিয় শিল্পীরা সংঙ্গিত পরিবেশন করে থাকেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন