মেক্সিকোতে দুইগ্রুপের সংঘর্ষে নিহত ৫ নারী
![](https://ournewsbd.net/wp-content/uploads/2022/11/IMG-20221105-WA0026-900x450.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
মেক্সিকোর কুয়াউৎলা এবং রাজধানী মেক্সিকো সিটির পাশের শহর মোরেলস থেকে ৫ নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রয়টার্স জানায়, দেশটি মধ্যাঞ্চলের পৃথক দুটি শহর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয় বলে ৪ নভেম্বর জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।
মোরেলসের অ্যাটর্নি জেনারেল উরিয়েল ক্যামেরন সাংবাদিকদের বলেছেন, এই নারীরা সম্ভবত সংঘবদ্ধ অপরাধের শিকার। মোরেলসে ৩ নারীর মরদেহ ব্যাগে ভর্তি করে ফেলে রাখা হয়েছিল। পরে তাদের হত্যার দায় স্বীকার করে একটি অপরাধী গোষ্ঠী জানায়, অপর একটি গোষ্ঠীর সঙ্গে সংঘর্ষের সময় ওই ৩ নারীকে হত্যা করা হয়।
রয়টার্স জানায়, মেক্সিকোতে প্রতিদিন গড়ে ১০ জন নারী খুন হন। এর মধ্যে ২০২২ সালে জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত মোরেলস শহরে তৃতীয় সর্বোচ্চসংখ্যক নারী খুন হয়েছেন।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন