যশোরে আ.লীগের বিদ্রোহী প্রার্থী ফরিদ উদ্দীনকে বহিষ্কার
যশোরের মণিরামপুর উপজেলার হরিহরনগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী চেয়ারম্যান মোঃ জহুরুল ইসলামের বিরুদ্ধে চেয়ারম্যান প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বীতা করায় হরিহরনগর ইউনিয়ন আওয়ামীলীগের সহ সভাপতি পদ থেকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে দল থেকে বহিষ্কারের সুপারিশ করে ইউনিয়ন আওয়ামীলীগ।
সোমবার (২৬ জুন) মণিরামপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ অধ্যক্ষ কাজী মাহমুদুল হাসান ও সাধারণ সম্পাদক মোঃ ফারুক হোসেন স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, আগামী ১৭ জুলাই-২০২৩ হরিহরনগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে জননেত্রী শেখ হাসিনা ও বাংলাদেশ আওয়ামীলীগের মনোনীত নৌকা মার্কার প্রার্থীর পক্ষে নিম্নবর্ণিত ব্যক্তি নির্বাচন না করে নৌকা মার্কার বিপক্ষে সরাসরি স্বতন্ত্র বিদ্রোহী প্রার্থী হিসাবে নির্বাচন করায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে গত ২৪ জুন-২০২৩ ইউনিয়ন আওয়ামীলীগের কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্ত মোতাবেক হরিহরনগর ইউনিয়ন আওয়ামীলীগের সহ সভাপতি ও ইউনিয়ন পরিষদ নির্বাচনের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী মোঃ ফরিদ উদ্দীনকে বহিস্কারের সুপারিশ উপজেলা আওয়ামী লীগের নিকট প্রেরণ করেন।
সে মোতাবেক দলীয় গঠনতন্ত্র মোতাবেক মোঃ ফরিদ উদ্দীনকে তার দলীয় পদ থেকে স্থায়ীভাবে বহিস্কার করেছে উপজেলা আওয়ামীলীগ।
মণিরামপুর উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি মোঃ মিকাইল হোসেন এ বহিস্কারের সত্যতা নিশ্চিত করে বলেন- মঙ্গলবার (০৪ জুলাই) উপজেলা আওয়ামীলীগের এক মিটিংএ আলোচনার মাধ্যমে এ বহিস্কারের সিদ্ধান্ত হয়।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন