সৌদি আরবে প্রায় ৫ লাখ অবৈধ অভিবাসী আটক
![](https://ournewsbd.net/wp-content/uploads/2018/01/arob-20180130161653.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
সৌদি আরবে অবৈধ অভিবাসীদের সাধারণ ক্ষমা শেষ হওয়ার পর গ্রেফতার অভিযান শুরু হয়েছে। গত নভেম্বর থেকে জানুয়ারির শেষ পর্যন্ত গ্রেফতারের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ৫ লাখ। সৌদি গ্যাজেট থেকে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
বিধিমালা লঙ্ঘনের অভিযোগে বিভিন্ন সময় তাদের আটক করা হয়। এছাড়া ৯৭২ জনকে অবৈধ পরিবহন ও আশ্রয় দেয়ার জন্য আটক করা হয়। এদের মধ্যে ১৫১ জন সৌদি নাগরিক।
৮ হাজার ৩৯৩ জনকে শাস্তি দেয়া হয়েছে। এছাড়া ১ লাখ ৯ হাজার ৬৬২ জনকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। ৭১ হাজার ৭৪৯ জনকে দূতাবাসে হস্তান্তর করা হয়েছে।
চলমান এ অভিযান কবে নাগাদ শেষ হবে সে বিষয়ে কিছুই জানা যায়নি। আটকদের মধ্যে কতজন বাংলাদেশি আছে প্রতিবেদন লেখা পর্যন্ত জানা যায়নি।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন