অগ্নিকান্ডে পাবনার চাটমোহরে ক্ষুদ্র ব্যবসায়ীর স্বপ্ন পুড়ে ছাই
পাবনার চাটমোহর পৌরসভার আফ্রাতপাড়া মহল্লায় এক ক্ষুদ্র ব্যবসায়ীর বাড়িতে অগ্নিকান্ডের ঘটনায় সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। রবিবার (৪ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে আফ্রাতপাড়া মহল্লার আবুল হোসেনের ছেলে মুদী দোকানী আসাদুল ইসলামের বাড়িতে অগ্নিকান্ডের এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। নিমিষে আগুন ছড়িয়ে পড়ে। এসময বাড়ির মুরগীর খামারের ২৫০টি লেয়ার মুরগী, নগদ টাকা, আসবাবপত্রসহ ৩টি ঘরের সবকিছু পুড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস চাটমোহরের একটি ইউনিট এসে প্রায় ১ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষতিগ্রস্থ পরিবারের দাবি ১০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।
চাটমোহর ফায়ার সার্ভিসের টিম লিডার শফিকুল ইসলাম জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগেছে বলে ধারণা করা হচ্ছে। ক্ষতির পরিমাণ নিরুপন করার পরই বলা যাবে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন