যানজটে থমকে আছে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। মহাসড়কের চন্দ্রা থেকে টাঙ্গাইলের গোড়াই পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার এলাকাজুড়ে এই যানজট বিস্তৃত হয়েছে। ধীরগতিতে চলছে গাড়ি। মহাসড়কে পণ্যবাহী এবং যাত্রীবাহী গাড়ির চাপ বেড়ে যাওয়ায় এই যানজট সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এতে দুর্ভোগে পড়েছেন এসব যানে থাকা হাজারো যাত্রী।

কোনাবাড়ি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাসুদেব সিনহা জানান, টাঙ্গাইল অংশে মহাসড়কের প্রশস্তকরণ কাজ চলমান থাকায় এবং ঘন কুয়াশার কারণে সোমবার সকাল থেকেই ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানজট দেখা দেয়।

এছাড়া বড় দিনের ছুটির কারণে মহাসড়কের বিভিন্ন স্থানে গাড়ির চাপ বেড়ে গেছে। এতে মহাসড়কের চন্দ্রা ত্রিমোড় ও আশপাশের এলাকায় এই যানজট দেখা দেয়। এই যানজট টাঙ্গাইলের গোড়াই পর্যন্ত ১৫ কিলোমিটার এলাকাজুড়ে বিস্তৃত হয়েছে।

যানজটের কারণে ঢাকা থেকে ছেড়ে আসা উত্তরবঙ্গগামী যানবাহন চলছে ধীরগতিতে। ফলে দুর্ভোগে নাকাল হচ্ছেন হাজার হাজার যাত্রী। তবে যানজট নিরসনে বিভিন্ন পয়েন্টে পুলিশ কাজ করছে।